চীনের ২০টি শহরে চলছে চালকবিহীন গাড়ি
2024-08-20
নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: অ্যাপে চাইতেই হাজির গাড়ি, স্ক্যান করলেই খুলে যাচ্ছে দরজা। গন্তব্য সিলেক্ট করলেই চলতে শুরু করবে। ড্রাইভিং সিটে নেই কোনও চালক। কিন্তু গাড়ি ছুটে চলছে একদম ঠিকঠাক।
যানবাহন প্রযুক্তিতে অন্যতম আবিষ্কার এই চালকবিহীন গাড়ি। অর্থাৎ গাড়ি চলবে স্বয়ংক্রিয়ভাবে। কোন জায়গায় যেতে চান তার নির্দেশনা দিলে গাড়ি নিজে থেকেই পৌঁছে দেবে গন্তব্যে।
চালকবিহীন গাড়ি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গাড়িপ্রেমীদের মধ্যে। ড্রাইভার ছাড়া গাড়ির চলাচলের বিষয়টি নিয়ে শুরুতে সংশয় থাকলেও কয়েকদিন চলার পর তা সবার মাঝে আশার সঞ্চার করেছে। অনেকেই আগ্রহী হচ্ছেন প্রযুক্তির এই নতুন আবিষ্কারে।
২০২৬ সালের মধ্যে চীনের বিভিন্ন রাস্তায় স্মার্ট গাড়ি চলবে, এমন লক্ষ্য নিয়ে দেশটির ২০টি শহরে শুরু হয়েছে চালকবিহীন ট্যাক্সির পরীক্ষামূলক চলাচল। চালকবিহীন গাড়ির প্রচার বাড়াতে , চীনজুড়েই এ গাড়ির জনপ্রিয়তা বাড়াতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
শুরুর দিকে চীনের উহানে চলছে "অ্যাপোলো গো" চালকবিহীন ট্যাক্সি। প্রথমেই ৫০০টি গাড়ি চলাচল করছে এই শহরে। বিশাল জনসংখ্যার এই শহরে এই পরীক্ষামূলক ভাবে চালিয়ে নিশ্চিত করা করা হচ্ছে এই ধরনের গাড়ির নির্বিঘ্ন চলাচল।
এ ধরনের আরও এক হাজার গাড়ি চলতি বছরের শেষ নাগাদ শহরের বিভিন্ন রাস্তায় চলবে বলে জানিয়েছেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পাইতু।
শহরের বিভিন্ন রাস্তায় বিভিন্ন চ্যালেঞ্জ যেমন- ইউটার্ন, ছোট ছোট যানবাহনকে সিগ্ন্যাল দিয়ে নির্বিঘ্নে চলছে চালকবিহীন এসব গাড়ি। এতে করে স্বাচ্ছন্দে নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন যাত্রীরা।
স্থানীয় বাসিন্দা বলেন, আমি দেখছি শহরের রাস্তায় চালকবিহীন গাড়ি চলতে। অনেকের কাছে শুনেছি এই গাড়িগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছায়। এর চারপাশেই ক্যামেরা আছে।
শহরের বিভিন্ন রাস্তা এবং এই ধরনের গাড়ি ব্যবহার বাড়াতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা।
অর্থনৈতিক গবেষক চাও সিয়া বলেন, " চালকবিহীন গাড়ি এবং এই ধরনের গাড়ি চলাচলের জন্য রাস্তার যে নেটওয়ার্ক স্থাপন করা হবে সেটার খরচ প্রতি কিলোমিটারে ২০ লাখ ইউয়ান খরচ হবে।
সম্প্রতি উচ্চমানের উন্নয়ন ও উদ্ভাবনে জোর দিয়েছে চীন সরকার। চলতি মাসের শুরুতে বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়া তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে চালকবিহীন গাড়ি উদীয়মান গাড়িশিল্পের ওপর জোর দেন।
বিশ্বে প্রথমবারের মতো ২০১৭ সালে স্বয়ংক্রিয় গাড়ির পর্দা নামায় চীনা প্রতিষ্ঠান ইউসি টেকনোলজি। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বিশ্ব বাজারে আনে নতুনত্ব। শুধু সড়ক, মহাসড়কে নয়, আন্তর্জাতিক বিমানবন্দরসহ নানা জায়গায় ব্যবহারউপযোগী গাড়ি তৈরির পরিকল্পনা করছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি- সিসিটিভি