Friday 20 June 2025
2024-09-18 | রাজ্য | Latest Bengal Today | Views : 13294
নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: ডিভিসি সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছেড়েছে। তাতে হুগলি ও হাওড়ার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কয়েক হাজার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। জলের তলায় হাজার হাজার বিঘা চাষের জমি। গত কয়েক দিনের টানা বৃষ্টির জেরে কানায় কানায় পূর্ণ দামোদর। তার উপর দফায় দফায় জল ছেড়েছে ডিভিসি। অভিযোগ যে ডিভিসি জেলা প্রশাসন, সেচ বিভাগ কাউকেই আগাম সতর্ক করেনি। আজকের এই আধুনিক প্রযুক্তির যুগে এটা তো করা উচিত। এই গাফিলতির জন্য রাজ্য সরকারের ডিভিসি কর্তৃপক্ষকে কড়া প্রতিক্রিয়া জানানো উচিত। এই জল ছাড়ার জন্য হুগলীর পুরশুড়া, তারকেশ্বর, হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা ২ নম্বর ব্লক , এমনকি পশ্চিম মেদিনীপুরের ঘাটালেও জল ঢুকেছে। অবিলম্বে সরকারের ত্রাণ ও অন্যান্য সাহায্য পাঠানো দরকার। অভিযোগ উঠেছে, হুগলির কিছু এলাকায় সরকারী ত্রাণের কিছুই নাকি মিলছে না। মানুষ যাতে নিরাপদ আশ্রয়ে থাকতে পারে ও ত্রাণ সাহায্য পান সেটা সরকারকে দেখার জন্য আবেদন জানানো হচ্ছে। এছাড়া আইএসএফ রাজ্য কমিটি বন্যা কবলিত মানুষদের সাহায্য ও সহযোগিতা করার জন্য আশপাশের এলাকার পার্টি কর্মী-সমর্থকদের আবেদন করছে।