Sunday 22 December 2024
2024-09-12 | রাজ্য | Latest Bengal Today | Views : 195
সোনামুখীতে ব্লক জমিয়তের কর্মীসভা অনুষ্ঠিত নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: আজ ১২ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বোন্দলহাটি মাদ্রাসা প্রাঙ্গণে সোনামুখী ব্লক জমিয়তের মিটিং অনুষ্ঠিত হলো। উক্ত মিটিং উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা জমিয়তের সভাপতি শেখ মোজাহারুল ইসলাম সাহেব, ব্লক সভাপতি সৌরভ সাহেব, এলাকার বিশিষ্ট উলামায়ে কেরামগন এবং প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন গণ। আজকের মিটিংয়ে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আজকের মিটিংয়ের আলোচ্য বিষয় ছিল ব্লক কমিটির মজবুতিকরণ, ব্লকের তহবিল বৃদ্ধি। আগামীতে সোনামুখী ব্লকের তত্ত্বাবধানে পুরো বাঁকুড়া জেলা জুড়ে রাজ্য জমিয়তের সভাপতি চৌধুরী সাহেবকে নিয়ে প্রকাশ্য জমিয়তের সভা করার বিষয়ে বিশদ আলোচনা হয়। জমিয়তের সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য বাঁকুড়া জেলা সভাপতি প্রতিটি ইমাম সাহেবের কাছে মসজিদে জুম্মার দিনে প্রচার করার আবেদেন করেন এবং ওয়াকফ ২০২৪ সংশোধন বিল সরকার পাস করাতে না পারে তার জন্য আপনার ইমেলের মাধম্যে মূল্যবান মতামত দেওয়ার জন্য আবেদন করেন ।