Sunday 22 December 2024
2024-07-11 | দেশ | Latest Bengal Today | Views : 7399
সুপ্রিমকোর্টের নির্দেশে রামদেবের পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: সুপ্রিমকোর্টের নির্দেশে রামদেবের পতঞ্জলির ১৪টি পণ্যের লাইসেন্স বাতিল। যোগগুরু রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার ‘বিভ্রান্তিকর এবং মিথ্যা’ বিজ্ঞাপনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতের নির্দেশ, গত এপ্রিলে উত্তরাখণ্ড সরকারের লাইসেন্সিং বিভাগ পতঞ্জলির যে ১৪টি পণ্য উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছিল, অবিলম্বে ডিজিটাল সংবাদমাধ্যম, সমাজমাধ্যম-সহ অন্যান্য মাধ্যম থেকে সেগুলির বিজ্ঞাপন মুছে ফেলতে হবে। যোগগুরুর বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেড মঙ্গলবার জানিয়ে দিয়েছে, উত্তরাখণ্ড সরকারের লাইসেন্সিং বিভাগের তরফে ওই ১৪টি পণ্যের উৎপাদন লাইসেন্স স্থগিত করার পরে তারা ওই পণ্যগুলির বিক্রি বন্ধ করেছে। পাশাপাশি, দেশের ৫,৬০৬টি দোকানকে ওই পণ্য ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। ওই সব বিজ্ঞাপন প্রত্যাহার সংক্রান্ত পুরো বিষয়টির নজরদারির ভার ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (আইএমএ)-কে দিয়েছে বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি সন্দীপ মেহতাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ। প্রসঙ্গত, পতঞ্জলির বিরুদ্ধে প্রতারণামূলক বিজ্ঞাপনের বিরুদ্ধে মামলা করেছিল আইএমএ। এই মামলায় পতঞ্জলির আইনজীবী মুকুল রোহতগি মঙ্গলবার শীর্ষ আদালতকে জানিয়েছেন, ইতিমধ্যেই বিজ্ঞাপনগুলি ডিজিটাল মাধ্যম থেকে প্রত্যাহার করা হয়েছে।