Saturday 11 January 2025





মেটিয়াব্রুজ সুপার স্পেশালিটি হাসপাতালে চোখের অপারেশনের গাফিলতি নিয়ে কংগ্রেসের ডেপুটেশন

2024-07-08 | রাজ্য | Latest Bengal Today | Views : 8778


মেটিয়াব্রুজ সুপার স্পেশালিটি হাসপাতালে চোখের অপারেশনের গাফিলতি নিয়ে কংগ্রেসের ডেপুটেশন নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: কোলকাতা: আজকে কলকাতা এর মেটিয়াব্রুজ সুপার স্পেশালিটি হাসপাতালে কংগ্রেস দলের তরফে একটি ডেপুটেশন দেওয়া হয়, মেডিক্যাল সুপারকে। নেতৃত্বে ছিলেন মহ: মুখতার ( সহ -সভাপতি, প্রদেশ কংগ্রেস কমিটি) উপস্তিত ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়( সাধারণ সম্পাদক, প্রদেশ কংগ্রেস কমিটি), তাব্রেজ আলাম, সৌমেন বিশ্বাস, রাজা মোল্লা, রাবিয়া বিবি, রাশিদা খাতুন, সেলিম কাদরী এবং প্রচুর সংখ্যক কংগ্রেস কর্মী-সমর্থক। কংগ্রেসের প্রতিনিধি দল জানায় যে আপনারা সকলেই জানেন যে চোখের অস্ত্রপচারের নাম করে মানুষ তার দৃষ্টি সংকটে পড়েছে এবং আশ্চর্যের ব্যপার হল কেউ কোন রকমের দায় নিতে চাইছেন না। স্বাস্থ্য পরিষেবা প্রক্রিয়ার চরম গাফিলতির শিকার মানুষদের জন্য ক্ষতিপূরণ এবং সুচিকিৎসার দাবি জানানো হয়েছে আজ কংগ্রেসের পক্ষ থেকে । আপনারা জেনে আশ্চর্য্য হবেন যে সংশ্লিষ্ট হাসপাতালের ডাক্তার ও প্রশাসন কে চাপের মধ্যে রাখা হয়েছে কারণ এক বড় নেতা(শাসকদলের), মদতপুষ্ট ম্যানপাওয়ার সাপ্লাই কোম্পানি যারা কি না প্রায় সকল সরকারি হাসপাতালে দাদাগিরি চালাচ্ছে। কিন্তু যোগ্য স্থানীয় মানুষের কাজ জোটেনা। হাসপাতাল এর OT কেনো স্যানিটাইজ করা হয়নি, যারা জড়িত এই কর্মকাণ্ডের সঙ্গে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আজও নেওয়া হয়নি। কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করা হয়েছে ।






Follow us on                  

About Us
Latest Bengal Today, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kolkata, Kolkata
Call : +91 75518 47049
WhatsApp : +91 75518 47049
Email : info@latestbengaltoday
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 23026