Sunday 22 December 2024
2024-09-11 | জনতার কথা,রাজ্য | Latest Bengal Today | Views : 195
লেটেস্ট বেঙ্গল টুডে: হাওড়া বর্ধমান কর্ড লাইনের বাড়ুইপাড়া রেল স্টেশন টির রেলগেট টি মারনযন্ত্রায় পরিনত হয়েছে দৈনন্দিনকার মেনুতে।এই রেলগেট মানুষের জীবন রক্ষা করা যেমন, তেমন নিজেই এখন মানুষের জীবন নেবার উপক্রম হয়ে পড়েছে। কারন গেট নামলেই প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট পর গেট খুলবে। কখনো খুব যার ভাগ্য ভালো দশ পনেরো মিনিটে গেট খোলা পেয়ে থাকে। দীর্ঘক্ষণ এমন গেট পড়ে থাকার কারনে দুদিকেই বহু গাড়ির লম্বা লাইন পড়ে যায়। জরুরী পরিষেবার গাড়ি, এম্বুলেন্স, ইত্যাদি। আবার কখনো এমন হয় গেট তোলার পর গাড়ি পাশ করাতে হিমশিম খেতে হয় আর পি এফ কে। মানে, পাঁঠাও কাঁপছে কামার ও কাঁপছে। বলার কারন গাড়ি আগে পাশ করাবে না আগে ট্রেন পাশ করাবে? কয়েক বছর ধরেই দাবি উঠেছে উড়ালপুলের। আমার মনে হয় যতদিন পর্যন্ত উড়ালপুল না হয় ততদিন পর্যন্ত বিশেষ এক পদক্ষেপ গ্রহণ করুক বাড়ুইপাড়ার আর পি এফ সহ দায়িত্বশীল প্রশাসন, একটা নির্দিষ্ট টাইম করে গেট বন্ধ ও নির্দিষ্ট টাইম করে গেট তোলার ব্যবস্থা করা। তাহলে বিশাল লম্বা গাড়ির লাইন পড়বে না, কম গাড়ি দ্রুত পাশ হয়ে যাবে। আর গেট মাস্টার সবুজ সিগন্যাল দেবে টাইম বুজে, আবার টাইম বুজে লাল সিগন্যাল দেবে। এমন পদক্ষেপ গ্রহণ করলে হাজার হাজার মানুষ যাতায়াত ক্ষেত্রে একটু হলেও স্বস্তি পাবে। কারন ইতিপূর্বে আমি বেশ কয়েকবার বারুইপাড়ার রেল গেটের দুরবস্থার কথা লেখালেখি করেছিলাম। আবার এই রেলগেটের করুন অবস্থার কথা। সাধারণ মানুষের সুবিধার্তে আমার মতামত প্রকাশ করলাম যদি সহমত পোষণ করেন, বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে বেশি বেশি শেয়ার ও কমেন্টের মাধ্যমে মতামত প্রকাশ করুন, যাতে করে একটা কিছু সুরাহা হয়। লেখক পরিচিতি আবু আফজাল জিন্না। সভাপতি,আ.বা.মা.