Sunday 22 December 2024
2024-09-11 | রাজ্য | Latest Bengal Today | Views : 137
নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: রাজ্য জমিয়েত উলামা ই হিন্দের নির্দেশে উত্তর ২৪ পরগনা জেলা জমিয়েতের উদ্যোগে গত ৮ই সেপ্টেম্বর বসিরহাটের খোলাপোতায় এহসানিয়া মাদ্রাসায় জেলার সমস্ত জোন ও ব্লকের পদাধিকারিক ব্যক্তিবর্গ দের নিয়ে সকালে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এজেন্ডা মোতাবেক নব নিযুক্ত জেলা সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেবকে বরণ করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা- ই-হিন্দের সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব। সমগ্র সভাটি পরিচালনা করেন জেলা সম্পাদক হযরত মাওলানা কাজী আরিফ রেজা সাহেব। বিভিন্ন জোন ও ব্লক এর পদাধিকারীক ব্যক্তিবর্গ তাদের সুবিধা ও অসুবিধার কথা তুলে ধরেন। পরিশেষে রাজ্য সম্পাদক মুফতি আব্দুস সালাম সাহেব তার মূল্যবান বক্তব্য রাখেন এবং জেলা সম্পাদক হাফেজ মাওলানা কাজী আরিফ রেজা সাহেব সহ তার সম্পাদক মন্ডলীর প্রত্যেকটা সদস্যকে এবং সভাপতি কে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন। পরিশেষে সভাপতি সাহেব দোয়া করে সভা সমাপ্ত করেন।