Sunday 22 December 2024
2024-09-08 | রাজ্য | Latest Bengal Today | Views : 222
নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: ঘটনা গত পরশুর দুপুরের। পূর্ব বর্ধমান পুলিশ জেলার কাটোয়া থানা এলাকার। চার বছরের একটি বাচ্চা মেয়ে তার বাড়ির কাছের কৃষিজমিতে ঘুরে বেড়াচ্ছিল একা। সেই সুযোগে সীমন্ত মাঝি নামের এক স্থানীয় শ্রমিক জোর করে মেয়েটিকে টেনে নিয়ে যায় নিজের ঘরে, এবং নির্মম যৌন অত্যাচার চালায়। রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে মেয়েটি বাবা-মাকে জানায় ঘটনাটা। গ্রামবাসীরা চড়াও হন ধর্ষক সীমন্ত মাঝির বাড়ি। বিপদ আন্দাজ করে ততক্ষণে সীমন্ত গা-ঢাকা দিয়েছে। পুলিশে অভিযোগ জমা পড়ে বিকেলে। শুরু হয় অভিযুক্তের খোঁজে চিরুনিতল্লাশি। জানা যায়, সীমন্তের পৈতৃক বাড়ি কাটোয়ার আকাইহাট এলাকায়। সেখানে কৃষিজমি সংলগ্ন জঙ্গলে তাকে ঢুকতে দেখা গেছে বিকেলের দিকে। পুরো জঙ্গল ঘিরে ফেলা হয়, যে প্রক্রিয়ায় অকুণ্ঠ সাহায্য করেন স্থানীয় মানুষ। অভিযুক্তের অবস্থান চিহ্নিত করতে পুলিশের তরফে জঙ্গলের উপরে ওড়ানো হয় একাধিক ড্রোন। ব্যবহার করা হয় ড্র্যাগন লাইট। অবশেষে একটি পোড়ো বাড়ির ছাদ থেকে ধরা পড়ে নরপশু সীমন্ত। যুদ্ধকালীন তৎপরতায় আমরা তদন্ত শেষ করব এই মামলার। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত করতে সর্বশক্তি প্রয়োগ করব আমরা।