Sunday 22 December 2024
2024-09-03 | রাজ্য,রাজনীতি | Latest Bengal Today | Views : 255
নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: গোরুর মাংস খাওয়ার অজুহাতে হরিয়ানায় গো-রক্ষক সমিতির লোকেদের হাতে নিহত সাবির মল্লিকের বাড়িতে আজ আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী গিয়েছিলেন। সেখানে তিনি পরিবার-পরিজনদের সঙ্গে কথা বলেন। সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরে নওসাদ সিদ্দিকী রাজ্য সরকারের কঠোর সমালোচনা করে বলেন, মুখ্যমন্ত্রী সব বিষয়েই তো মন্তব্য করেন। কিন্তু কয়েকদিন কেটে গেলেও এই গরিব মুসলমান যুবকটির জন্য তিনি কোন সমবেদনা জ্ঞাপন করেননি। তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে শুনছি। কিন্তু টাকাটা কে দিলেন, সেটা পরিষ্কার নয়। বোঝা যাচ্ছে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। সরকারের শ্রম দপ্তর হাত গুটিয়ে বসে আছে কেন? তিনি বলেন, আইএসএফের পক্ষ থেকে বিভিন্ন সময়ে সরকারকে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে। বিধানসভায় তিনি নিজে আওয়াজ তুলেছিলেন বলে পরিযায়ী শ্রমিকদের আলাদা বোর্ড তৈরি হল। সেই বোর্ডের ভূমিকা কি? বোর্ড তার ভূমিকা পালনে সম্পূর্ণ ব্যর্থ বলে তিনি মন্তব্য করেন। এখনও পর্যন্ত রাজ্য সরকারের কোন প্রতিনিধিদল হরিয়ানায় গেল না? নওসাদ সিদ্দিকী প্রশ্ন তোলেন। পরিবারের কাউকে চাকরির দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। সেই চাকরিটা স্থায়ী না চুক্তিভিত্তিক সেটা খোলসা করে বলা দরকার। হরিয়ানার মুখ্যমন্ত্রীর সমালোচনা করে নওসাদ সিদ্দিকী বলেন, হরিয়ানায় গো মাংস নিষিদ্ধ। মুসলমান বাস করেন মাত্র পাঁচ শতাংশ। সেখানে গোরুর মাংস কোথায় পাওয়া যায়? সেই মাংস খাওয়ার মিথ্যা অজুহাতে এই তরতাজা যুবকটিকে মেরে ফেলা হল। নওসাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, মুসলমানদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে ক্ষমতায় থাকবেন অথচ তাদের বিপদের সময় পাশে থাকবেন না। এই ভণ্ডামি বন্ধ করুন। রাজ্য বিজেপিকেও তিনি এক হাত নিয়ে বলেন, বিভেদকামী রাজনীতি এই বাংলার মাটিতে করা থেকে বিরত থাকুন। তৃণমূল ও বিজেপির বাইনারি রাজনীতি আজ ধরে ফেলেছে মানুষ। রাস্তায় আজ লক্ষ, লক্ষ মানুষ নেমে এসেছেন। এই ভণ্ডামির রাজনীতি শেষ করতে হবে। নওসাদ সিদ্দিকী আরো বলেছেন, নিহত সাবির মল্লিকের একটি দুই বছর বয়সের শিশু কন্যা রয়েছে। পরবর্তী কালে এই পরিবার চাইলে এই শিশুর যাবতীয় পড়াশোনার খরচ আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী বহন করবেন বলে ঐ পরিবারকে জানানো হয়েছে।