Sunday 22 December 2024
2024-09-02 | রাজ্য | Latest Bengal Today | Views : 158
নিউজ ডেক্স, লেটেস্ট বেঙ্গল টুডে: গতকাল গভীর রাতে কলকাতার নিউটাউনে নাসির উদ্দিন মণ্ডল গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন। খুন হয়ে যাওয়া এই ব্যক্তির বাড়ি ভাঙড়ের পোলেরহাট থানার টোনাউড়িয়া পাড়ায়। এই খুনের ঘটনা থেকে প্রমানিত হচ্ছে যে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি একেবারেই ভেঙে পড়েছে। সাধারণ মানুষের ন্যূনতম নিরাপত্তাটুকুও অবহেলিত। আজ আইএসএফ চেয়ারম্যান ও স্থানীয় বিধায়ক নওসাদ সিদ্দিকী মৃতের পরিবারের সাথে দেখা করে তাঁদের পাশে সবসময় থাকবেন বলে আশ্বস্ত করেছেন। পুলিশ ইতিমধ্যে এই খুনের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে চিহ্নিত করেছে বলে তিনি জানান। প্রয়োজনে আইনি সহায়তা সহ যে কোন প্রয়োজন পরিবার চাইলে তিনি তা প্রদান করবেন বলে পরিবারটিকে জানিয়েছেন। তিনি আরো বলেন, পুলিশ যদি তদন্তে গড়িমসি করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে তাহলে রাস্তায় নেমে আন্দোলনে যাওয়া হবে। তবে আশা করা যায় পুলিশ শীঘ্রই এই তদন্তের কাজ শেষ করে খুনীদের গ্রেপ্তার করবে। বিধায়কের সঙ্গে দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য রাইনুর হক মোল্লা, স্থানীয় পঞ্চায়েতের সদস্যা সহ আইএসএফের আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।