Sunday 22 December 2024
2024-07-08 | দেশ | Latest Bengal Today | Views : 6677
ছাত্রকে বকাবকি করাই ক্লাসের মধ্যেই প্রান গেলো শিক্ষকের
নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অসমের শিবসাগর জেলায়। অভিযুক্ত পড়ুয়া একাদশ শ্রেণীর ছাত্র। ছাত্রকে বকাবকি করাই ক্লাসের মধ্যেই কুপিয়ে খুন শিক্ষককে। সামান্য বকাবকিতে ক্লাসের মধ্যে শিক্ষক’কে কুপিয়ে খুন ছাত্রের। ইতিমধ্যেই পুলিশ ওই পড়ুয়া’কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ঠিকমতো পড়াশোনা না করার জন্য অভিযুক্তকে বকেছিলেন ওই শিক্ষক। মৃত শিক্ষকের নাম রাজেশ বড়ুয়া একটি বেসরকারি স্কুলে তিনি রসায়ন পড়াতেন। একই সঙ্গে ম্যানেজমেন্টের কিছু দায়িত্বও সামলাতেন।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার ক্লাস চলাকালীন অভিযুক্ত ছাত্রকে পড়াশোনা নিয়ে বকাঝকা করেন শিক্ষক রাজেশ বড়ুয়া। পরের দিন অভিভাবক সহ স্কুলে এসে দেখা করার কথাও বলেন শিক্ষক। তারপর শনিবার বিনা ইউনিফর্মে স্কুলে চলে আসে ওই পড়ুয়া। যা দেখে বেজায় চটে যান রাজেশ বড়ুয়া। ওই ছাত্র’কে ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পরামর্শ দেন।
প্রত্যক্ষদর্শীদের একজন পুলিশকে জানায়, ক্লাস শেষে কক্ষ থেকে বের হওয়ার সময় শিক্ষককে এলোপাথারি কোপ মারতে থাকে ওই ছাত্র। এদিন সাধারণ পোশাকে ও স্কুলে এসেছিল। স্যার ওকে বকাবকি করেন, ক্লাস থেকে বেরিয়ে যেতে বলেন। তখন ও ছুরি বের করে স্যারের মাথায় আঘাত করে। তার পর কোপাতেই থাকে। রক্তাক্ত অবস্থায় আমাদের স্যার মাটিয়ে লুটিয়ে পড়েন। রাজেশ বড়ুয়াকে ডিব্রুগড় হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। অভিযুক্ত পড়ুয়ার এহেন কাণ্ড দেখে হতবাক হয়ে যায় অন্যান্য পড়ুয়ারা আতঙ্ক ছড়িয়ে পরে।