Sunday 22 December 2024
2024-08-18 | রাজ্য | Latest Bengal Today | Views : 611
নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: যুবভারতীর শান্তিপূর্ণ জমায়েতে দুষ্কৃতিদের অস্ত্র-বোমা নিয়ে তাণ্ডবের ছক, ধৃত ২ এক প্রেস বিজ্ঞপ্তিতে কোলকাতা পুলিশ জানায় যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই প্রধানের সমর্থকদের শান্তিপূর্ণ প্রতিবাদ-জমায়েতে অস্ত্র এবং বোমা নিয়ে একদল দুষ্কৃতির অশান্তি এবং বিশৃঙ্খলার ছক! শুনুন বিধাননগর পুলিশের প্রেস বিবৃতি এবং দুষ্কৃতিদের অশান্তির ছকের অডিও রেকর্ডিং। সমর্থকদের এবং সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই স্টেডিয়াম চত্বরে জারি করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা। শান্তিপূর্ণ প্রতিবাদে হস্তক্ষেপের কোনও প্রশ্ন নেই। কিন্তু দুই প্রধানের সমর্থকদের সবিনয় অনুরোধ, সতর্ক থাকুন, পরিস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতিরা যেন অশান্তি না করতে পারে। লাল হলুদ এবং সবুজ মেরুন আমাদের সবার আবেগ, দুই প্রধানের সমর্থকরা আমাদের গর্ব। সেই আবেগকে ব্যবহার করে যাতে কিছু দুষ্কৃতি অশান্তি না বাধাতে পারে,সতর্ক থাকুন। আমরাও সতর্ক আছি। অডিওতে যাদের কথা শোনা যাচ্ছে, তাদের আমরা গ্রেফতার করেছি।