Friday 20 June 2025
2024-08-17 | রাজ্য,রাজনীতি | Latest Bengal Today | Views : 16594
নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: স্বাধীনতা দিবসের মধ্যরাতে যখন আর জি কর হাসপাতালে ধর্ষিতা চিকিৎসকের নৃশংস হত্যাকান্ডের বিচার চেয়ে সারা রাজ্য উত্তাল, প্রায় সেই সময়ে পূর্ব বর্ধমানের নান্দুরে (নির্ভয়া নাম পরিবর্তন) এক ২২ বছরের আদিবাসী তরুণী তাঁর বাড়ির পাশে খুন হয়ে গেলেন। গ্রামবাসীদের অভিযোগ, তাঁকেও ধর্ষণ করে খুন করা হয়েছে। আশ্চর্যের কথা এই ঘটনার পর তিন দিন হয়ে গেল, পুলিশ এখনও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। অথচ পুলিশ জানিয়েছে, তিনটি SIT গঠন করা হয়েছে। কিন্তু এটা আবার সেই পুরোনো চাল। SIT গঠন করে পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার অপপ্রয়াস। আমাদের মনে আছে আনিস খানের খুনের ঘটনা। পনেরো দিনের খুনের কিনারা করার প্রতিশ্রুতি এখন বাতাসে মিলিয়ে গেছে। আজ নান্দুরে গিয়েছিলেন আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি দেখা করেন মৃতের পরিবারের সঙ্গে। আদিবাসী অধ্যুষিত ঐ গ্রাম। বিধায়ক জানিয়েছেন, তাঁরা প্রত্যেকেই আতঙ্কিত। শান্ত এই গ্রামের চেহারা পালটে গেছে। এই আদিবাসী তরুণী বাঙ্গালোরে কাজ করতেন। আবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দূর শিক্ষা ব্যবস্থায় পড়াশোনাও করতেন। গত ১২ তারিখে বাড়িতে ফিরেছিলেন। নওসাদ সিদ্দিকী জানিয়েছেন, যেভাবে তড়িঘড়ি ময়নাতদন্ত করে শেষকৃত্য সম্পন্ন হয়েছে সেটাও সন্দেহজনক। কোন ধর্মীয় রীতি না মেনে পুলিশ চাপ দিয়ে এই শেষকৃত্য করিয়েছে। আমরা চাই নিরপেক্ষ তদন্ত। গ্রামকে আতঙ্কমুক্ত করতে পুলিশকে সক্রিয় ভূমিকা নিতে হবে। তিনি বলেন, হত্যাকাণ্ড যেখানে ঘটেছে সেটাও সঠিকভাবে রক্ষা করা হয়নি। এই থেকে পুলিশের গা ছাড়া ভাব স্পষ্ট। তারা ঢিমেতালে কাজ করছে। আমরা এই নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ করছি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। মুখ্যমন্ত্রী গতকাল তিলোত্তমার হত্যার জন্য ফাঁসি চেয়ে পথ হেটেছেন। একইভাবে আশা করি এই আদিবাসী তরুণীর হত্যাকারীদের ফাঁসি চেয়ে মুখ্যমন্ত্রী পথ হাঁটবেন। পাশাপাশি, যেভাবে আদিবাসী সমাজকে আর্থ-সামাজিক ক্ষেত্রে কোনঠাসা করার প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে, তাদের প্রতি অত্যাচার-অবিচার বাড়ছে, তাকে রোধ করতে আইএসএফ ২০১৪ সালের সংসদে পেশ হওয়া ভার্জিনিয়াস খাখা কমিটির সুপারিশগুলির বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে দাবী জানাচ্ছে।