Sunday 22 December 2024
2024-08-14 | রাজ্য,স্বাস্থ্য | Latest Bengal Today | Views : 263
নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: কলকাতার আর জি কর মেডিকেল কলেজের মৃত চিকিৎসকের বাড়িতে আজ সন্ধ্যায় আইএসএফের একটি প্রতিনিধিদল গিয়ে মৃতের বাবার সঙ্গে সাক্ষাৎ করে। প্রতিনিধিদলে আইএসএফের কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক, রাজ্য সম্পাদক বিশ্বজিত মাইতি ছাড়াও ছিলেন সাওন দাস, জুবি সাহা, আইনজীবী জামির হোসেন, ডাঃ আফতাবুদ্দিন মোল্লা ও ডাঃ মাজেদ মল্লিক। মৃতের বাবাকে প্রতিনিধিদলের সদস্যরা বলেছেন, পরিবারের পাশে আইএসএফ আছে। সুবিচারের দাবিতে দল অন্য সকল অংশের মানুষের সঙ্গে লড়াই করবে। মৃতের বাবা প্রতিনিধিদলকে দেখে আশ্বস্ত হয়েছেন। বলেছেন, তিনি তাঁর কন্যাকে ফিরে পাবেন না। কিন্তু ভবিষ্যতে এই নারকীয় ঘটনা যাতে আর কারুর সাথে না ঘটে সেই বিষয়ে স্থায়ী পদক্ষেপ নেওয়া হোক। তিনি আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকীকে এই বিষয়ে আওয়াজ তোলায় ধন্যবাদ দিয়েছেন। এদিকে, হাসপাতালের যে ঘরে এই নারকীয় কান্ড ঘটেছে, সেই সেমিনার হলের লাগোয়া ঘর সংস্কারের অছিলায় ভেঙে ফেলার প্রচেষ্টাকে কড়া নিন্দা করছে আইএসএফ। প্রমাণ লোপাটের জন্য এই তড়িঘড়ি কার্যকলাপ হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। বিল্ডিঙের ঐ তলাটি সম্পূর্ণ সীল করে রাখতে হবে।