Monday 23 December 2024
2024-08-12 | রাজ্য | Latest Bengal Today | Views : 661
নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: আর জি কর মেডিকেল কলেজে যে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার ন্যায় বিচারের দাবিতে এবং সমস্ত চিকিৎসক ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে, আজ স্টুডেন্টস ফ্রন্টের ডাকে স্বাস্থ্য ভবন অভিযান ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। কিন্তু কর্মসূচি শুরু হওয়ার আগেই সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের বাইরে ও ভিতর থেকে জমায়েত করার আগেই একে একে স্টুডেন্টস ফ্রন্টের সৈনিকদের অনৈতিকভাবে গ্রেফতার করে বিধান নগর পুলিশ। বেশ কিছু ছাত্র-ছাত্রী হাতে পায়ে চোট পেয়েছে। স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি ছিল, কিন্তু তা বানচাল করার উদ্দেশ্যে বিধাননগর সিটি পুলিশের এ সি পি র নেতৃত্বে প্রায় 500 পুলিশ আমাদের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। যে পুলিশ ধর্ষক - খুনিদের গ্রেপ্তার করতে পারেনা, তারাই ছাত্রদের গ্রেপ্তার করলো, এটা আমাদের সকলের কাছে লজ্জার। আর জি করের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত স্টুডেন্টস ফ্রন্ট রাজপথে থাকবে। আজকের কর্মসূচি থেকে গ্রেপ্তার হয়েছিলেন, স্টুডেন্টস ফ্রন্টের সাধারণ সম্পাদক রাকেশ বেরা। সহ-সম্পাদক সেখ সাবির ও জুলফিকার মন্ডল, সৌম্যদীপ দাস, ড: সানাউল্লাহ সহ একাধিক সাথী। যদিও চাপের মুখে পরে, সন্ধ্যায় স্টুডেন্টস ফ্রন্টের সাথীদের মুক্তি দিতে বাধ্য হয় পুলিশ। স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।