Sunday 22 December 2024





উড়িষ্যায় বাঙালিদের উপর লাগাতার হামলার বিরুদ্ধে উড়িষ্যা রাজ্য সরকারের নিযুক্ত সেকশন অফিসারের সঙ্গে সাক্ষাৎ নওসাদ সিদ্দিকীর

2024-08-12 | রাজ্য,দেশ | Latest Bengal Today | Views : 186


উড়িষ্যায় বাঙালিদের উপর লাগাতার হামলার বিরুদ্ধে উড়িষ্যা রাজ্য সরকারের নিযুক্ত সেকশন অফিসারের সঙ্গে সাক্ষাৎ নওসাদ সিদ্দিকীর নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বহু পরিযায়ী শ্রমিক, ফেরিওয়ালা ইদানিং নানানধরণের হেনস্থা এমনকি শারিরীক নিগ্রহের শিকার হচ্ছেন। এইরকম বেশকিছু ঘটনা সংবাদপত্র ও সামাজিক মাধ্যমগুলির মধ্য দিয়ে আমাদের নজরে এসেছে। ওখানকার একশ্রেণি মানুষের মধ্যে চরম সাম্প্রদায়িক ও প্রাদেশিকতার পরিচয় পাওয়া যাচ্ছে যা মোটেই কাম‌্য নয়। এইসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আজ কলকাতার উৎকল ভবনে গিয়ে ওখানে উড়িষ্যা রাজ্য সরকারের নিযুক্ত সেকশন অফিসারের সঙ্গে সাক্ষাৎ করলাম। তার মাধ্যমে ঐ রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে একটি চিঠিও দিয়েছি। ঐ চিঠিতে অবিলম্বে এইরকম অনভিপ্রেত ঘটনা আর না ঘটে তার জন্য ব্যবস্থা নিতে বলেছি। সাক্ষাতে জানিয়েছি ওড়িশার বহু শ্রমিক আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে জীবিকা নির্বাহের তাগিদে রয়েছেন। তাদের নিরাপত্তা, শান্তিপূর্ণভাবে বসবাস, সব কিছু আমাদের রাজ্য দায়িত্ব পালন করছে। তেমনই ওড়িশা সরকারেরও উচিত সেখানকার পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক তথা বাংলার মানুষদের নিরাপত্তা সুনিশ্চিত করা। এছাড়া, আজই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে একটি চিঠি দিয়ে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি। আক্রান্তরা যাতে খুব দ্রুত এই বিষয়ে রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে সেজন্য একটি হোয়াটসঅ্যাপ সহ টেলিফোন নম্বর চালু করার আবেদন জানিয়েছি। এছাড়া এই বিষয়গুলি যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেজন্য একটি নোডাল অফিসার নিয়োগেরও আবেদন চিঠিতে জানানো হয়েছে।






Follow us on                  

About Us
Latest Bengal Today, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kolkata, Kolkata
Call : +91 75518 47049
WhatsApp : +91 75518 47049
Email : info@latestbengaltoday
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 22073