Sunday 22 December 2024
2024-08-12 | রাজ্য | Latest Bengal Today | Views : 179
আর. জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক তরুণীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কোলকাতা পুলিশের বিশেষ আবেদন নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: আর. জি কর মেডিক্যাল কলেজে যে চিকিৎসক তরুণীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে, এই কঠিন সময়ে আমরা সর্বান্তঃকরণে তাঁর শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি। এই ঘটনায় মানুষের ক্ষোভ, শোক, রাগ অত্যন্ত স্বাভাবিক, বিশেষ করে চিকিৎসক সমাজের এবং মৃতার পরিজনদের। এই ক্ষোভ-শোক-ক্রোধের নতমস্তক শরিক আমরাও। এই যন্ত্রণা বর্ণনাতীত। আমাদের তদন্ত চলছে আন্তরিক সততা এবং স্বচ্ছতার সঙ্গে। এই নারকীয় ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আমরা একজনকে গ্রেফতার করেছি তথ্যপ্রমাণসহ। আরও কেউ ঘটনায় জড়িত ছিল কী না, সে বিষয়েও তদন্ত চলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। মৃতার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে, এবং তদন্তের প্রতিটি পদক্ষেপ তাঁদের জানাচ্ছি আমরা। একটি কথা সবিনয়ে বলার। সোশ্যাল মিডিয়ায়, বিশেষত ফেসবুকে ঘটনা নিয়ে বিভিন্ন অসত্য, অনুমাননির্ভর এবং বিভ্রান্তিকর তত্ত্ব ছড়িয়ে দিচ্ছেন নেটিজেনদের একাংশ। আমাদের আন্তরিক অনুরোধ, না-যাচাই-করা এই ধরণের তত্ত্ব, তথ্য বা গুজবে কান দেবেন না। এতে তদন্তের ক্ষতি হয়, ন্যায়ের প্রক্রিয়া ব্যাহত হয়, এবং সর্বোপরি শোকগ্রস্ত পরিবারটি আরও বেশি করে যন্ত্রণাদগ্ধ হয়। আবার বলি, সততা, আন্তরিকতা এবং স্বচ্ছতার সঙ্গে তদন্ত চলছে। কাল্পনিক তত্ত্ব এবং গুজব ছড়ালে সেই তদন্তেরই গতি ব্যাহত হয়। বিক্ষোভরত ছাত্রছাত্রীদের বলি, আমরা বুঝতে পারছি আপনাদের শোক, সমর্থন করছি আপনাদের ন্যায়বিচারের দাবি। আপনাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। বিশ্বাস রাখুন, যত দ্রুত সম্ভব ন্যায়বিচার সুনিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। রাজ্যের মানুষকে জানাই, আমাদের তদন্ত সঠিক পথেই এগোচ্ছে। কলকাতা পুলিশ যথাসাধ্য দ্রুততায় চার্জশিট জমা করে ন্যায়বিচার নিশ্চিত করতে সর্বশক্তি প্রয়োগ করবে। ন্যায়বিচার হবেই। দ্রুতই হবে। না হওয়া পর্যন্ত আমরা থামব না। ভরসা রাখুন। A few days ago, a young medical student was taken from our midst in tragic circumstances, the victim of a most heinous crime. In this hour of grief, our thoughts remain with her family and loved ones, and we also share the anger felt by the community at large. This is a pain no one should have to endure. Our investigation of the crime is being conducted with utmost integrity, honesty, and transparency. Within just 24 hours, we apprehended one individual responsible for the act, and are working tirelessly to find out if anyone else was involved. We have been, and will continue to be, in close communication with the victim’s family, ensuring they are informed of every step we take. However, it has come to our notice that several factually incorrect and unverified claims are being widely circulated on social media. We urge everyone not to share or believe any so-called ‘facts’ of the case, because they are nothing but unfounded rumors. Not only do they obstruct the investigation and cause even more distress to the bereaved family, but also hinder the course of justice. We are committed to ensuring a thorough investigation, and the rampant spread of misinformation will only make our job more difficult. To the students who are seeking justice, we hear you, and we share your pain. We are in active dialogue with you and are fully dedicated to ensuring swift justice. We assure the public that our investigation is proceeding in the right direction, and we will do whatever it takes to file an early charge sheet and ensure a speedy trial. Justice will be served, and we will not rest until it is done.