Sunday 22 December 2024
2024-08-11 | রাজ্য,দেশ, | Latest Bengal Today | Views : 2127
নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: মন্দির থেকে কষ্টি পাথরের কোটি টাকার মূর্তি চুরি। শনিবার রাতে মুর্শিদাবাদের সুতি থানার আহিরন থেকে গ্রেপ্তার করা হলো মুল অভিযুক্ত রনবীর ঠাকুর নামে এক যুবককে। পুলিস সূত্রে খবর, ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলার জিরুয়াবাড়ি এলাকার একটি প্রাচীন মন্দির থেকে কষ্টি পাথরের হনুমান মুর্তি চুরি করে কয়েকজন দুষ্কৃতী। স্থানীয়দের হাতে কয়েকজন ধরা পড়লেও চুরি হওয়া মুর্তি নিয়ে চম্পট দেয় মুল অভিযুক্ত রনবীর ঠাকুর। গোপন ডেরায় মূর্তিটি রেখে ট্রেনে চেপে সুতির আহিরনে পৌঁছে যায় সে। যদিও ঝাড়খন্ড পুলিশ ফোন লোকেশন ট্যাপ করে বিষয়টি নজরে আসতেই সুতি থানার পুলিশকে খবর দেন। তারপরেই আহিরন থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তকে ঝাড়খন্ড পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চুরি হয়ে যাওয়া কষ্টি পাথরের মূর্তিটির মূল্য কয়েক কোটি টাকা বলেই জানিয়েছে পুলিশ।