Sunday 22 December 2024





মাওলানা শরিফ মুহাম্মদ কে অন্তর্বর্তীলীন সরকারের উপদেষ্টা পরিষদে সদস্য হিসেবে যুক্ত করার দাবি তরুণ আলেম সমাজের

2024-08-07 | বাংলাদেশ | Latest Bengal Today | Views : 208


নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: মাওলানা শরিফ মুহাম্মদ সাহেব দা,বা কে অন্তর্বর্তীলীন সরকারের উপদেষ্টা পরিষদে সদস্য হিসেবে যুক্ত করার দাবি। কারণ হুজুরকে নিছক আলেম না বরং সমাজ সাংস্কৃতি এবং দুনিয়ার মারপ্যাঁচ সম্পর্কে জ্ঞাত একজন আলেম বললে ভুল হবে না। সংক্ষেপে হযরতের প্রোফাইল দেখে নিতে পারেন - মাওলানা শরীফ মুহাম্মদ বিশিষ্ট ইসলামী লেখক, সাংবাদিক, চিন্তাবিদ, আলোচক, শিক্ষক। তিনি বাংলাদেশের মিডিয়াঙ্গনকে আলোকিতকারী একজন আলেমে দীন। তিনি বাংলাদেশের সমসাময়িক বিষয়ে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে (বিবিসি বাংলা) কথা বলে আসছেন। জাতি বিনির্মাণে বিভিন্ন জাতীয় সমস্যা ও তার সমাধানে একজন চিন্তাবিদ এবং প্রেরণাদায়ক আলোচক হিসেবে তিনি সর্বজন পরিচিত মুখ। সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা , সাহিত্য ও দাওয়াতি অঙ্গনে ইসলামের সঠিক দিশা প্রচারের মাধ্যমে বাঙ্গালি জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়ে আসছেন। জন্ম ১২ নভেম্বর ১৯৭১ সালে, ময়মনসিংহে। পড়াশুনাঃ জামিয়া ইসলামিয়া ময়মনসিংহের নুরানি বিভাগে ভর্তি হওয়ার মধ্য দিয়ে পড়াশোনা জীবনের শুরু। এক বছর পড়েছেন কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন জামিয়া নুরিয়া বাগে জান্নাত মাদরাসায়। ১৯৯২ সালে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন জামিয়া কোরআনিয়া, লালবাগ, ঢাকা থেকে। সাংবাদিকতাঃ ইসলাইম টাইমস ২৪ (অধুনালুপ্ত) এর সম্পাদক ছিলেন (২০১৮-২০২১)। ১৯৯২-৯৩ সালে মাওলানা মুহিউদ্দীন খান প্রতিষ্ঠিত সাপ্তাহিক মুসলিম জাহানে লিখতে শুরু করেন। দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ হলে সহ-সম্পাদক হিসেবে যোগ দেন। এ ছাড়া তিনি মাসিক আল কাউসারের নির্বাহী সম্পাদক, মাসিক যমযমের সম্পাদক ও সাপ্তাহিক মুসলিম জাহান, মাসিক আল জামেয়া ও বার্তা টোয়েন্টিফোর ডটনেটের সম্পাদনা বিভাগে কাজ করেছেন। লেখকঃ সম্পাদনা করেছেন বেশ কিছু মূল্যবান স্মারকগ্রন্থও। এর মধ্যে হাফেজ্জী হুজুর (রহ.) স্মারকগ্রন্থ, মাওলানা ফয়জুর রহমান (রহ.) স্মারকগ্রন্থ এবং আল্লামা গহরপুরী (রহ.) স্মারকগ্রন্থ উল্লেখযোগ্য। ‘সাহাবায়ে কেরামের গল্প’ (১৯৯৬) তার প্রথম বই। প্রকাশিত গ্রন্থ প্রায় ৩০টি। শিক্ষকঃ মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া (দাওয়াহ বিভাগ স্নাতকোত্তর) এবং জামিয়াতুল উলুমিল ইসলামিয়া (দাওয়াহ বিভাগ স্নাতকোত্তর) তে শিক্ষকতার সাথে জড়িত আছেন।






Follow us on                  

About Us
Latest Bengal Today, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kolkata, Kolkata
Call : +91 75518 47049
WhatsApp : +91 75518 47049
Email : info@latestbengaltoday
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 22055