Sunday 22 December 2024





বিজেপির রাজ্য ভাগ করার চক্রান্তের কড়া নিন্দা অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের

2024-08-04 | রাজ্য,দেশ,কলকাতা,রাজনীতি | Latest Bengal Today | Views : 310


নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: সম্প্রতি দিল্লিতে সংসদের দুই কক্ষে বিজেপি সাংসদরা এমন কিছু দাবী তুলেছেন যেগুলি থেকে বাংলাকে আরো একবার ভাগ করার কথা ফুটে উঠছে। এই বক্তব্যগুলি থেকে বিজেপির বিচ্ছিন্নতাবাদী, সাম্প্রদায়িক মনোভাব খুব স্পষ্টভাবে বেরিয়ে আসছে। আসলে পশ্চিমবঙ্গকে টুকরো করে রাজ্যের স্থিতিশীলতা বিঘ্নিত করতে চাইছে বিজেপি। অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট (আইএসএফ) বিজেপির এই বক্তব্যগুলির তীব্র নিন্দা করছে। দল মনে করে রাজ্যগুলিকে ছোট আকারে ভেঙে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকেই আঘাত করা হচ্ছে। জনবিন্যাসের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে বিহারের তিন জেলা ও পশ্চিমবঙ্গের দুই জেলাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মধ্যে নিয়ে আসা, গ্রেটার কোচবিহার বলে আলাদা রাজ্য গঠন কিংবা উত্তর পূর্ব ভারতের সঙ্গে রাজ্যের উত্তরের জেলাগুলিকে যুক্ত করা সবই হচ্ছে পশ্চিমবঙ্গকে টুকরো টুকরো করার অপপ্রয়াস। রাজ্যগুলিকে ভাষা, ধর্মের ভিত্তিতে ভাগ করে যুক্তরাষ্ট্রীয় কাঠামো দূর্বল করে এককেন্দ্রীক রাষ্ট্র তৈরি করা আরএসএস বিজেপির পুরোনো ছক। আশ্চর্যের কথা, এই বিষয়ে এই রাজ্যের শাসকদলও নীরব। আসলে রাজ্যভাগের এই চক্রান্তে বিজেপি ও তৃণমূল কংগ্রেস উভয়ের দলেরই সুবিধা। রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলি যেমন নদী ভাঙন, পরিযায়ী শ্রমিকদের সমস্যা, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি থেকে মানুষের মনকে ঘুরিয়ে রাখা যাবে। ভাগাভাগির গল্পে জনসাধারণকে মাতিয়ে রেখে এইসব অন্যায়গুলি চলতে থাকবে। তাতে একধরণের বাইনারি আরো মজবুত হবে। আসলে উত্তরবঙ্গকে রাজ্য সরকার যেভাবে নিরবিচ্ছিন্নভাবে অবহেলা করে চলেছে, তাতে ঐ অঞ্চলের মানুষের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ কার্যত অচল। পাহাড়ের উন্নয়ন স্তব্ধ। সেই ক্ষোভ বিক্ষোভকে কাজে লাগিয়ে বিজেপি বিচ্ছিন্নতাবাদকে মদত দিয়ে চলেছে। রাজ্য সরকারকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত প্রতিটি নাগরিকের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আন্তরিকভাবে সচেষ্ট হতে হবে। আমরা চাই মানুষের রুটি রুজির সমস্যার সমাধানের লড়াই, মানুষের শিক্ষা স্বাস্থ্যের অধিকার সুনিশ্চিত করার লড়াই। সুতরাং বিজেপির এই হিন্দুত্বের জিগির তুলে রাজ্য ভাঙার অপপ্রয়াসের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে হবে। বাংলাকে আরো একবার ভাঙার এই চক্রান্ত রুখে দিতে হবে।


https://www.facebook.com/furfurasharifWB?mibextid=ZbWKwL




Follow us on                  

About Us
Latest Bengal Today, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kolkata, Kolkata
Call : +91 75518 47049
WhatsApp : +91 75518 47049
Email : info@latestbengaltoday
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 21844