Sunday 22 December 2024
2024-07-22 | দেশ,ধার্মিক খবর,ধর্ম-কর্ম | Latest Bengal Today | Views : 256
নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: শুধু নামাজ পড়ার জন্য মসজিদই প্রয়োজন নয়, ধর্মীয় শিক্ষাও প্রয়োজন: মাওলানা মাহমুদ আসাদ মাদানী দিল্লি প্রদেশের মক্তবের শিক্ষার্থীদের প্রধান পরীক্ষায় 570 জন ছাত্র অংশগ্রহণ করেছে দিল্লি প্রদেশের 35 মক্তব (ধর্মীয় বিদ্যালয়) মধ্যে 570 জন ছাত্র এবং ছাত্রদের পরীক্ষা যারা দিনী তালিমি বোর্ড জমিয়ত উলমা-ই-হিন্দের তত্ত্বাবধানে জমিয়তের আইটিও তে নাজরা কুরআন (কুরআন পড়া) এবং ধর্মীয় শিক্ষা পাঁচ বছরের কোর্স সম্পন্ন করেছে। দীনি ট্রেনিং বোর্ডের ছাত্র-ছাত্রীদের অভিভাবক, শিক্ষকবৃন্দ ও পদাধিকারীবৃন্দ বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। উপলক্ষে জমিয়ত উলমা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসাদ মাদানী বলেন, নবীজীর উত্তরাধিকারের দায়িত্ব তখনই পালন হবে যখন আমরা ধর্মীয় শিক্ষা প্রচারকে আমাদের মিশন বানিয়ে নেব। মাওলানা মাদানী বললেন, আজ তরুণ প্রজন্ম অনেক চ্যালেঞ্জের মুখে। এদের শিক্ষার প্রতি বিশেষ নজর দেওয়া এবং এদের দীনি ও দুনিয়াবি শিক্ষায় সজ্জিত করা আমাদের দায়িত্ব। মাওলানা মাদানী জমিয়ত উলমা-ই-হিন্দের অধীনে ধর্মীয় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার উপর জোর দেন এবং বলেন যে এটি মনে রাখা উচিত যে প্রতিষ্ঠান উদ্দেশ্য নয় বরং শিক্ষা মিশন গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ধর্মীয় মক্তব (স্কুল) প্রতিষ্ঠার কোন বিকল্প নেই, তাই যদি অন্য সংগঠনের সাহায্য আমাদের বোঝা কমে তবে আমরা তাদের শুভাকাঙ্ক্ষী ও সমর্থক হওয়া উচিত। মা-বাবা, অভিভাবক, শিক্ষক ও মসজিদের দায়িত্বশীলদের বাচ্চাদের শিক্ষা ও প্রশিক্ষণের প্রতি বিশেষ নজর দেওয়ার জোর দেন মাওলানা মাদানী। মসজিদ শুধু নামাজে সীমাবদ্ধ নয়, বরং ধর্মীয় শিক্ষা প্রচার করা মসজিদের পরিচালনা কমিটি ও ইমামদের দায়িত্বও তিনি জোর দেন। সত্য কথা বলার অভ্যাস গড়ে তুলতে ও জ্ঞান অর্জনের নিয়্যতে ছাত্রদের দুটি গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন মাওলানা মাদানী। হযরত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, জ্ঞানের আলো তখনই অর্জিত হয় যখন হৃদয় জ্ঞান অনুসরণ করতে চায়। মাওলানা মাদানী শিক্ষকদের বলেছেন ছাত্রদের সাথে উদারতার সাথে আচরণ ও ভালবাসুন এবং তাদের উন্নতির জন্য সবসময় চেষ্টা করুন। প্রধান পরীক্ষা অনুষ্ঠিত উপলক্ষে চারটি সূত্র ও বার্তা প্রদান করা হয় যে (১) প্রধান পরীক্ষা।