Sunday 22 December 2024
2024-07-22 | রাজ্য,বাংলাদেশ ,রাজনীতি | Latest Bengal Today | Views : 647
নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: বিগত কয়েকদিন ধরে প্রতিবেশী বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ। দেশজুড়ে তুমুল ছাত্র আন্দোলন চলছে। বাইরের বিশ্বের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। একশোরও বেশি মানুষ নিহত। কয়েক হাজার আহত। এই আন্দোলনের প্রাবল্য এত তীব্র যে সেটা আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই। বিপুল সমর্থন আছড়ে পড়েছে আন্দোলনের পাশে। আন্দোলনের মূল দাবী সরকারী চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার। এই দাবী দীর্ঘদিনের। ছাত্র-ছাত্রীদের গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনকে অগণতান্ত্রিক বল প্রয়োগের মাধ্যমে দমন না করে আলোচনার মাধ্যমে এই উদ্ভুত পরিস্থিতির সমস্যার সমাধান জরুরি। শুধুমাত্র ছাত্র-ছাত্রী নয় স্বাধীন গণতান্ত্রিক দেশে শান্তিপূর্ণভাবে সকলের দাবি দাওয়ার কথা তুলে ধরার অধিকার আছে। অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট আশা করে গণতান্ত্রিক শান্তিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমেই ঐ দেশে যে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি সেটা প্রশমিত হবে; সারা দেশ ফের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দে ফিরে আসবে। পাশাপাশি, এই পরিস্থিতিতে বহু ভারতীয় ছাত্রছাত্রী ও পর্যটক বাংলাদেশে আটকে পড়েছেন। আমরা উভয় সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে তাঁরা যেন নিরাপদে ভারতে ফিরে আসতে পারেন, সেই ব্যাপারে যেন তারা বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এদিকে, আজই অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য মোহাঃ নওসাদ সিদ্দিকী এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি এই ঘটনার জেরে আটকে থাকা ভারতীয় ছাত্রছাত্রী ও পর্যটকদের নিরাপদে দেশে ফেরানোর জন্য অনুরোধ করেছেন।