Sunday 22 December 2024
2024-07-22 | রাজ্য,রাজনীতি | Latest Bengal Today | Views : 140
নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: সোমবার ২২ জুলাই ওবিসি সার্টিফিকেট বাতিল প্রসঙ্গে রাজ্য সরকারের অবস্থান নিয়ে এসডিপিআই-এর রাজ্য অফিসে অনুষ্ঠিত হল প্রেস কনফারেন্স । কনফারেন্স থেকে মুখ্যমন্ত্রীর নিকট কলকাতা হাইকোর্টের ওবিসি বাতিল রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দাখিল করা এসএলপি-এর উপর শীঘ্রই পদক্ষেপ গ্রহণের দাবি করেন জানান রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম। তিনি বলেন— পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ২০১০ সালের পর ওবিসি তালিকাভুক্ত করার ক্ষেত্রে যথাযথ পদ্ধতি গ্ৰহণ করেনি বলে কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর তালিকা ভুক্ত পাঁচ লক্ষাধিক ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে। বাতিল করার পর মুখ্যমন্ত্রী চটজলদি প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং ঘোষণা করেন এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে চ্যালেঞ্জ করা হবে। ১৮ জুন,২০২৪ শীর্ষ আদালতে এসএলপি জমা করা হয়। ১৯ জুন ২০২৪ শীর্ষ আদালতের রেজিস্ট্রেশন বিভাগ জানিয়ে দেয় এসএলপি তে কিছু ত্রুটি আছে এবং এর অগ্ৰগতির জন্য ত্রুটি সংশোধন করে জমা দেওয়া বাধ্যতামূলক। কিন্তু আজ ২২ জুলাই এক মাসেরও বেশি সময় পার হওয়ার পর রাজ্য সরকারের পক্ষে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আদালতের রায়ের ফলে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি সমস্যা, চাকরির ইন্টারভিউ সমস্যায় আটকে আছেন। এই সমস্ত ছাত্রছাত্রীদের এবং চাকরি প্রার্থীদের অনতিবিলম্বে সমস্যা সমাধানের জন্য শীর্ষ আদালত থেকে স্টে অর্ডার নিয়ে আসা জরুরী। রাজ্য সরকার মানবিকতার সাথে বিষয়টি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করুক এবং এসএলপির শুনানি সুনিশ্চিত করতে জরুরী পদক্ষেপ গ্রহণ করুক এই দাবি করেন তিনি।