Sunday 22 December 2024





চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেস উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

2024-07-18 | দেশ | Latest Bengal Today | Views : 172


নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে আড়াইটে নাগাদ গোন্ডা ও মনকাপুরের মাঝে জিলাহী স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রেনের একটি বাতানুকূল কামরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিংহ বলেন, ‘‘গোন্ডার কাছে মোতিগঞ্জ এবং জিলাহির মাঝখানে ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। কী ভাবে এই ঘটনা ঘটল তা তদন্তসাপেক্ষ। আপাতত উদ্ধারকাজ চলছে। তিন-চার জন মারা গিয়েছেন বলে জানতে পেরেছি। হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে কিছু ক্ষণ পর বলা সম্ভব হবে। উদ্ধারকাজ শেষ হয়নি। উদ্ধার করে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।’’ প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুরে আচমকা বিকট শব্দ শুনতে পান যাত্রীরা। পর ক্ষণেই দুর্ঘটনা। বেলাইন হয়ে যায় একের পর এক কামরা। একাধিক বাতানুকূল কামরা লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনাস্থলের যে ছবি আসতে শুরু করেছে, তা ভয়াবহ। একাধিক প্রাণহানির আশঙ্কাও রয়েছে। দুর্ঘটনার পর হুড়োহুড়ি করে যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে আসেন। কী কারণে দুর্ঘটনা ঘটল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। উত্তরপ্রদেশ সরকারের তরফে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধারকারী দল। রেল দুর্ঘটনায় আটকে পড়া যাত্রীদের যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ শুরু হয়েছে। বেশ কয়েক জনকে ইতিমধ্যেই উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার পর উত্তর-পূর্ব রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ডিব্রুগড়ের জন্য ৯৯৫৭৫৫৫৯৬০, তিনসুকিয়ার জন্য ৯৯৫৭৫৫৫৯৫৯, সিমালগুড়ির জন্য ৮৭৮৯৫৪৩৭৯৮, মারিয়ানির জন্য ৬০০১৮৮২৪১০, ফুরকাটিঙের জন্য ৯৯৫৭৫৫৫৯৬৬ এবং কমার্শিয়াল কন্ট্রোলের জন্য ৯৯৫৭৫৫৫৯৮৪। গুয়াহাটি স্টেশনের জন্য তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল ০৩৬১২৭৩১৬২১, ০৩৬১২৭৩১৬২২, ০৩৬১২৭৩১৬২৩। লখনউ স্টেশনের জন্য ৮৯৫৭৪০৯২৯২ ও গোন্ডা স্টেশনের জন্য ৮৯৫৭৪০০৯৬৫ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। এ দিনের দুর্ঘটনার পর বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তিত হয়েছে। ১৫৭০৭ কাটিহার-অমৃতসর এক্সপ্রেসের যাত্রাপথ বদল করে মনকাপুর-অযোধ্যা-বারাবঁকি হয়ে চালানো হবে। ১৫৬৫৩ গুয়াহাটি-কাটরা এক্সপ্রেসও যাত্রাপথ বদলে মনকাপুর-অযোধ্যা-বারাবঁকি হয়ে চলাচল করবে। আজ থেকে ঠিক এক মাস আগে গত ১৭ জুন ডাউন কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল। সেই ভয়াবহ রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রেল দুর্ঘটনা। বৃহস্পতিবার দুপুরের এই রেল দুর্ঘটনার পর আহত যাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছে কংগ্রেস। এদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দুর্ঘটনার জন্য সরাসরি দুষতে শুরু করেছেন রেল মন্ত্রককে। গত ১০ বছরে ভারতীয় রেল হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে গিয়েছে বলে কটাক্ষ করেছেন তিনি।






Follow us on                  

About Us
Latest Bengal Today, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kolkata, Kolkata
Call : +91 75518 47049
WhatsApp : +91 75518 47049
Email : info@latestbengaltoday
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 22070