Monday 23 December 2024
2024-07-18 | বাংলাদেশ | Latest Bengal Today | Views : 169
নিউজ ডেস্ক, লেটেস্ট বেঙ্গল টুডে: অদ্য ১৮ই জুলাই ২০২৪ রোজ বৃহস্পতিবার, সকাল ৭টায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এডভোকেট হাফেজ মাওলানা এম. হাসিবুল ইসলাম এর নেতৃত্বে শহীদ আবু সাঈদ -এর কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল। উক্ত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান রিপন, প্রচার ও দাওয়াহ সম্পাদক জাবের চৌধুরী জুয়েল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার দফতর সম্পাদক মোঃ পলাশ মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় (সাংগঠনিক) উপ-সম্পাদক মোঃ আব্দুল ফাত্তাহ ও রংপুর জেলা শাখার সভাপতি ছাত্রনেতা আলিম আল আসিফ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মাসুদুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওলানা সুলতান মাহমুদ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ। এডভোকেট হাফেজ মাওলানা এম. হাসিবুল ইসলাম মরহুম শহীদ আবু সাঈদ -এর হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি কামনা করেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবী মেনে নিয়ে, দেশব্যাপী চলমান অস্থিরতা ও অন্যায়ভাবে হত্যাকান্ড বন্ধ করতে সরকারের হস্তক্ষেপ কমনা করেন। পরিশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষ থেকে শহীদ আবু সাঈদ এর পরিবারের প্রতি আর্থিক সহায়তা ও খাবার সামগ্রী প্রদান করা হয় এবং আগামীতে যেকোন পরিস্থিতিতে তাঁর পরিবারের প্রতি সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বস্ত করা হয়।