Monday 23 December 2024
2024-07-18 | বাংলাদেশ | Latest Bengal Today | Views : 222
উপমহাদেশের অন্যতম ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠান ছারছীনা দরবার শরীফের পীর সাহেব ও বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহর আমির, হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টা ১১ মিনিটে তিনি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। গভীর রাতে তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর সমগ্র বাংলাদেশ এবং ভারত-সহ উপমহাদেশের বিস্তির্ণ অঞ্চল জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ফুরফুরা শরীফের পীর মোজাদ্দেদে যামান হযরত দাদা হুজুরের খলিফা ছিলেন পীর আল্লামা নেসার উদ্দিন আহমেদ ছারছীনাভী। তাঁর পৌত্র হলেন মরহুম পীর শাহ মাহবুল্লাহ হুজুর। অন্যদিকে ফুরফুরা শরীফের পীর আল্লামা আনসার সিদ্দিকী হুজুরের বড়ো জামাতা ছিলেন। দাদা হুজুরের অতন্দ্র প্রহরী ছিলেন পীর সাহেব। সুপ্রশিদশ বাংলাদেশের ঐতিহাসিক দরবারের পীর থাকাকালীন বহু সামাজিক কাজকর্ম করেছেন। তাঁর বক্তব্যে অন্যায়ের বিরুদ্ধে তাঁর বক্তব্য গর্জে উঠেছেন সদা সর্বদা। মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় ছারছীনা দরবার শরীফে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পরিবারের তরফে। মরহুম পীর সাহেব রুহের মাগফিরাত কামনা করেছেন ফুরফুরা শরীফের অসংখ্য পীরসাহেব। পীর শাইখ মিশকাত সিদ্দিকী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মিজানুর রহমান আযহারী সকল সকল পীর ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ছাড়াও সমাজের গুনী ব্যক্তিরা। গভীর শোক জানিয়েছেন আলহাজ্ব হযরত মাওলানা নুরুল হক খান, পীর সাহেব (ছোট হুজুর) চৈতা দরবার শরীফ।