Sunday 22 December 2024





বিপদে পড়েছি বলে ডেকে সাংবাদিককে আক্রমণ করলেন দুই বিজেপির কার্যকর্তা

2024-07-16 | রাজ্য,রাজনীতি , | Latest Bengal Today | Views : 181


শেখ আব্দুল আজিম, লেটেস্ট বেঙ্গল টুডে, হুগলী :সাংবাদিক কে বিপদে পড়েছি বললে সাংবাদিক রা তা যাচাই করে সেই স্থানে যায়। কিন্তু বিপদে পড়েছি বলে ডেকে সাংবাদিক কে হুমকি ভিডিও করতে গেলে ধাক্কা দিয়ে সাংবাদিকের মোবাইল ছুড়ে ফেলে দেওয়া হলো হুগলীর উত্তরপাড়া। উত্তরপাড়ায় বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব তুঙ্গে তার মধ্যেই গত রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আসেন তাকে সম্মান দেন বিজেপির কার্যকর্তারা। কিন্তু সুকান্ত মজুমদারের আসার সময় দেওয়া ছিলো বিকেল ৪ টে কিন্তু তিনি এসে উপস্থিত হন রাত ৭টার পরে। এর মধ্যে সাংবাদিক শুভজ্যোতি চক্রবর্তী ওই স্থানে বিজেপির মিডিয়া ইনচার্জ এই আমন্ত্রনে গিয়ে উপস্থিত হন। এর পরে তার সাথে সকল বিজেপি কর্যকর্তাদের কথোপকথন হতে থাকে। বিজেপি মাখালা মন্ডল সভাপতি তাপস দেবের সাথে সে কথা বলার পরে বিরজা নন্দ বন্ধু মানে এক বিজেপির কর্যকর্তা সাংবাদিক কে এসে বলেন যে বিজেপির মাখলা মন্ডল সভাপতি একাধিক অনৈতিক কাজ করছেন উনি দাবী করেন এখন আমি পদ পেয়েছি এইসব অশিক্ষিতের বক্তব্য নিলে চ্যানেলের মান কমে যাবে তাই আমাদের বক্তব্য নিও পরিপেক্ষিতে সাংবাদিক জানান যে আমাকে সবার সাথে মিশতে হবে তুমি যখন পদে যাবে তোমার বিবৃতি নিয়ে খবর হবে স্বাভাবিক কথোপকথন হয় তাদের মধ্যে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এসে উপস্থিত হন রাত ৭ টার পরে। সেখানে তিনি বলেন "উপর থেকে দাদা সিবিআই কে বলুন একে এরেষ্ট করে নিতে হবে না অনুব্রত মন্ডল আছে কিনা জেলে বীরভূম জিতেছি আমরা।" এই কথা একমাত্র সাংবাদিক শুভজ্যোতি চক্রবর্তীর ক্যামেরা বন্ধি হয়। এর পরে মিটিং শেষ হয়ে যাওয়ার পরে বিজেপির কর্মী বিরজা নন্দ বন্ধু তার ফোন থেকে সাংবাদিক কে ফোন একধিক বার ফোন করে তিনি বিপদে পড়েছেন জরুরী দরকার তাই দেখা করতে চান। সাংবাদিক তার কথা মতো উত্তরপাড়া মাখালা আগ্রদূত ক্লাবের সামনে অন্ধকার গলিতে দেখা করে। সাংবাদিক শুভজ্যোতি চক্রবর্তী দাবী করেন মদ্যপ অবস্থায় এই বিরজা নন্দ বন্ধু ও বুদ্ধ দেব রায় চৌধুরী সাংবাদিক কে ঘেরাও করে ও বলেন এবার থেকে বিজেপির মাখলা মন্ডল সভাপতি তাপস দেবের বদলে আমাদের বিবৃতি নিতে হবে। এর পর তারা মদ্যপ অবস্থায় সাংবাদিক কে কর্মী সভার সব ভিডিও ডিলিট করতে বলেন এবং ফোন কেরে সাংবাদিক কে প্রহার করেন ও গাল মন্দ করেন। এর পরে এই দুইজন বিজেপির কর্মীর বিরুদ্ধে উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হয়।এ বিষয়ে বিজেপির কর্মী অমর চ্যাটার্জী ক্ষমা চেয়ে জানান, আগেও এই দুজনের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় বিভিন্ন মানুষদের সাথে অশালীন আচরণের একাধিক অভিযোগ আছে এবং এই ঘটনার কথা তারা বিজেপির উচ্চ নেতৃত্ব দের জানিয়েছেন।বিজেপির মাখলা মন্ডল সভাপতি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান এই দুই জন দির্ধদিন ধরে ভুল ভাল কাজ করে চলছে বার বার না করার পরেও শোনেনি পাল্টা আমাকে বদনাম করার চেষ্টা করছে। উনি জানান বি.এন. বন্ধু দলের কোনো পদে নিই বুদ্ধদেব রায় চৌধুরী বিজেপি মাখলা মন্ডলের সহ--সভাপতি।পাশাপাশি এই ঘটনায় উত্তরপাড়া উপপ্রধান খোকন মন্ডল জানান এরা মদ্যপ অবস্থায় বিভিন্ন জায়গায় বিজেপির নেতা পরিচয় দিয়ে তোলাবাজি করে।






Follow us on                  

About Us
Latest Bengal Today, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kolkata, Kolkata
Call : +91 75518 47049
WhatsApp : +91 75518 47049
Email : info@latestbengaltoday
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 22088