Friday 20 June 2025
2024-07-15 | রাজ্য,দেশ,কলকাতা,বাংলাদেশ | Latest Bengal Today | Views : 16145
ফেসবুক এখন মানসিক ভারসাম্য হারানোর নয়া ঠিকানা ফেসবুক এখন মানসিক ভারসাম্য হারানোর নয়া ঠিকানা। এখন গর্ব হয় যে বছর কুড়ি পঁচিশ আগে দুনিয়া জুড়ে আমাদের ক্লাস রুম ছিল। স্কুল গৃহশিক্ষকের পর আমাদের থেকে মিনিমাম দশ বছরের কেও বড় হলে আজকের ভাষায় তিনিই আমাদের শিক্ষাক। যেমন স্পিড সাইকেল চালানো থেকে যখন তখন উটকো খেলাধুলা ( স্বাস্থ্যগত নয় এমন খেলাতে নেশাগ্রস্ত ) থেকে বিরত রাখার মূল কারিগর কিন্তু পাড়ার দাদা কাকারা। তখন সামাজিক ও বড়দের মেনে চলার যে মানসিকতা তৈরি হত এখন সেটা ১% আছে কিনা সন্দেহ আছে। এই নয় যে নব্বই দশকের ছেলে মেয়ে মানে সোনার চাঁদ মানিক, তবে এই সামাজিক অবক্ষয় থেকে তারা অনেকটাই আলাদা। এখন ফেসবুক এসে কখন যে আমাদের জীবনকে পন্ডিতের থেকে পন্ডিত বানিয়েছে, শিক্ষিত থেকে শিক্ষক বানিয়ে ফেলেছে আমরা বুঝতেই পারিনি। সব বিষয়ে আমরা জ্ঞানীদের থেকেও বেশী গুরুত্ব সহকারে জ্ঞান বিতরণ করে চলেছি। সে ধর্ম হোক রাজনৈতিক সামাজিক হোক প্রশাসনিক সব বিষয়ে আমাদের পিএইচডি ফেসবুক করে দিয়েছে। রাজনীতির থেকে ধর্মীয় মহাসাগরে যেকোনো বিষয়ে খুঁচিয়ে তোলা থেকে শুরু করে, মহা পন্ডিতের মত জ্ঞান বিতরণ করা আমাদের রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক পন্ডিত থেকে যুগে যুগে মহান মনীষী বিজ্ঞানীরা ফেসবুকে আমাদের কাছে যেন পিসতুতো মাসতুতো ভাইয়ের সমান। তাঁদের বিরুদ্ধে এক দুটি কপিপেষ্ট গুগল হোক বা ওয়াটসাফ ইউনিভার্সিটি থেকে পেয়ে গেলে আমাদের দাবিয়ে রাখা শক্তি কারোর নেই ( যতক্ষণ না আইডি ব্লক হচ্ছে) তার সাথে আছে সেই মানসিক ভারসাম্যহীন কিছু সাঙ্গপাঙ্গরা, যেকোনো বিষয় চাপিয়ে দিয়ে মা মাসি উদ্ধার করে জ্ঞান বিতরণ করে যাবে। ধর্মীয় স্পর্শকাতর বিষয় গুলো এখন জলভাত করে ছেড়ে দিয়েছে, কেও কাওকে কিছু বলার নেই। এটাও শিকার করতে দ্বিধা নেই যে যারা পথ দেখাবে তাদের কিছু অংশ এই সমাজে বসবাস করে ইচ্ছাকৃত হোক বাঅনিচ্ছাকৃত তারাও আজ চরম অর্থ রাজনৈতিক অরাজনৈতিক পদমর্যাদার লোভে আকৃষ্ট হয়ে তারাও আজ দিশেহারা। আবু তালহা আব্বাসী হুগলী