Sunday 22 December 2024





নিজের ছেলেকে ‘চুরির দায়ে’ মার খাওয়া মা ফিরে পেলেন সন্তানকে! ভুলতে চান বিরাটির সেই দুঃস্বপ্ন

2024-07-03 | কলকাতা | Latest Bengal Today | Views : 5670


সাত দিন পর কোলের শিশুকে ফিরে পেলেন বাসন্তী পাণ্ডে। শিশুচোর সন্দেহে উত্তর ২৪ পরগনার বিরাটি স্টেশনে গত বুধবার তাঁকে ঘিরে ধরেন সহযাত্রীরা। মারধর করা হয়। তাঁকে তুলে দেওয়া হয় আরপিএফের হাতে। শেষমেশ সামনে আসে শিশুর মা তিনিই। কিন্তু শিশুটিকে চাইল্ড লাইনে পাঠিয়ে দেওয়ায় নানা ঝক্কি পোয়াতে হয়েছে বাসন্তীকে। মঙ্গলবার শিশুকে ফিরে পেলেন বামনগাছির মুরালি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, গত বুধবার বামনগাছি স্টেশনে দত্তপুকুর থেকে শিয়ালদহগামী একটি লোকাল ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে উঠেছিলেন বাসন্তী। কোলের শিশুকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু, সহযাত্রীরা শিশুচোর সন্দেহে ঘেরাও করেন। হেনস্থা করা হয় তাঁকে। খবর যায় আরপিএফের কাছে। বিরাটি স্টেশনে এ নিয়ে উত্তেজনা ছড়ায়। তখন দুধের শিশুটিকে পাঠানো হয় চাইল্ড লাইনে। যদিও সে দিনই রাতে প্রমাণ হয়ে যায় যে বাচ্চাটি ওই মহিলারই। ছেলেধরা গুজবের মধ্যে তাঁকে হেনস্থা করা হয়েছে। কিন্তু, চাইল্ড লাইনে কোনও শিশুকে পাঠানো হলে বিভিন্ন আইনি জটিলতা টপকাতে হয়। সপ্তাহ খানেক পর শিশুকে পেয়ে হাসি ফুটেছে বাসন্তীর মুখে। কিন্তু, তিনি আর এ নিয়ে কোনও কথা বলতেই চান না। যেন দুঃস্বপ্ন ভেবে গত সাত দিনের যন্ত্রণাকে ভুলতে চাইছেন। প্রতিবেশীরাও খুশি। এক পড়শির কথায়, ‘‘বাচ্চা তো ওরই। একটু ভোলাভালা আছে মেয়েটি। কিন্তু, শুধু সন্দেহ বলে এক জন মাকে তার শিশুর কাছ থেকে আলাদা করে দেওয়া যায়?’’ পড়শিরা জানাচ্ছেন, গত কয়েক দিন শুধু কান্নাকাটি করতে দেখেছেন ওই মহিলাকে। সবাই চেয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব মায়ের কাছে ফিরুক শিশুটি।






Follow us on                  

About Us
Latest Bengal Today, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Kolkata, Kolkata
Call : +91 75518 47049
WhatsApp : +91 75518 47049
Email : info@latestbengaltoday
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 21860